বিএনএ, শেরপুর : দৈনিক দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানা (৪৫) জামিনে মুক্ত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে শেরপুরে অ্যাডিশনাল ডেপুটি ম্যাজিস্ট্রেট জেবুন নাহার এ জামিনের আদেশ দেন। সন্ধ্যায় তিনি কারাগার থেকে ছাড়া পান।
মুক্তির বিষয়টি নিশ্চিত করেন জেল সুপার হুমায়ুন কবীর খান।
আপিলকারী সাংবাদিক রানার পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী সাংবাদিক আব্দুর রহিম বাদল ও রফিকুল ইসলাম আধার। রাষ্ট্রপক্ষে অংশ নেন সহকারী পাবলিক প্রসিকিউটর আরিফুর রহমান সুমন। এদিকে জামিন আদেশের পর সন্ধ্যায় জেলা কারাগার থেকে মুক্তি পান সাংবাদিক শফিউজ্জামান রানা।
আইনজীবী সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের সাজাপ্রাপ্ত সাংবাদিক রানার পক্ষে আজ দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল খাইরুমের কাছে আপিল দায়ের করে তার আইনজীবীরা। তিনি সেই আপিল গ্রহণ করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহারের আদালতে পাঠান। বিকেলে রাষ্ট্রপক্ষের উপস্থিতিতে আপিল গ্রহণ ও জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাংবাদিক রানাকে পরবর্তী তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। ওই আদেশের কপি জেলা কারাগারে পাঠালে তার মুক্তি মেলে।
এর আগে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে সাংবাদিক শফিউজ্জামান রানা আবেদন করেন। তিনি ওই আবেদনের রিসিভড কপি চাওয়ায় ক্ষিপ্ত হন ওই ইউএনও। এ সময় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক রানাকে ছয় মাসের জেল দেওয়া হয়।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী