বিএনএ, সাতকানিয়া : সাতকানিয়া মডেল হাইস্কুল মাঠে ৫ম স্কাউট সমাবেশ ও ৬ষ্ঠ ক্যাম্পুর ক্যাম্পুরী সম্পন্ন হয়েছে।
শনিবার(১১ মার্চ) রাত ৮ টায় সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে বাংলাদেশ স্কাউটস সাতকানিয়া উপজেলা কমিশনার জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে তাঁবু জলসায় ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি ফাতেমা-তুজ-জোহরা।

সাতকানিয়া উপজেলার সম্পাদক সুমন কান্তি বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের ডিআরসি প্রশিক্ষণ মোরশেদুল আলম, ডিআরসি আকতার হোসেন, ডিআরসি সোলাইমান, উপ-পরিচালক গাজী খালেদ মাহমুদ, চট্টগ্রাম জেলার সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ আলী মির্জা, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন, ক্যাম্পুরি প্রোগ্রাম লিডার মোঃ আকতার হোসেন, ৫ম স্কাউট সমাবেশ চীফ অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।
এতে সাতকানিয়ার ৪২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৩৮ টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা অংশ গ্রহণ করে।
বিএনএ, এসএমএন, খোকন,জিএন