26 C
আবহাওয়া
১০:০৯ অপরাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » নোবিপ্রবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নোবিপ্রবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত


বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ পালিত হয়েছে। রোববার (১২ মার্চ) সকালে কেক কাটা, নারী দিবসের র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ স্লোগানকে প্রতিপাদ্য করে সকালে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. বিপ্লব মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি, প্রক্টর ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আনিসুজ্জামান, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক লতিফা বুলবুলসহ নোবিপ্রবির শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

কেক কাটা শেষে একাডেমিক ভবন-২ এর ভিডিও কনফারেন্সিং রুমে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সকল বাধা ও কুসংস্কার পেরিয়ে নারী আরও সামনে এগিয়ে যাবে এ প্রত্যাশা করি। যুগে যুগে কিছু মহিয়সী নারী তাঁদের কাজের মাধ্যমে চির স্মরণীয় হয়ে রয়েছেন। তাঁদের কর্মে আজও আমরা অনুপ্রাণিত হই। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাও একজন নারী। যাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ও দিবসের সফলতা কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বিশ্বের সকল নারীর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন ও নারী দিবসের সফলতা কামনা করেন।

আলোচনা সভা শেষে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জণ করায় নোবিপ্রবির নয়জন নারী শিক্ষককে সম্মাননা প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। সম্মাননা প্রাপ্তরা হলেন, সিএসটিই বিভাগের প্রফেসর ড. নাহিদ আক্তার, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লতিফা বুলবুল, সিএসটিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজিয়া মাজেদী এবং ড. ফাতেহা খানম বাপ্পী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. শিরিন আক্তার, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অবন্তি বড়ুয়া এবং ড. খন্দকার ফাহমিদা সুলতানা, এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহিদ সুলতানা ও ফিমস বিভাগের প্রভাষক ড. নাহিদ সুলতানা। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোবিপ্রবি ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক অদিতি কর।

প্রসঙ্গত, গত ৮ মার্চ বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিশ্ব নারী দিবস ২০২৩ পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ রোববার নোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব নারী দিবসের কর্মসূচি পালিত হলো।

বিএনএ/শাফি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ