বিএনএ, নোয়াখালী : নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন মৌলভীর চরে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে সাতটি আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) রাতে গ্রেপ্তারদের হাতিয়া থানায় হস্তান্তর করে র্যাব।
গ্রেপ্তাররা হচ্ছেন- লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আব্দুল্যাহ ইউনিয়নের চরগজারিয়া গ্রামের খোকন প্রকাশ খোকন ডাকাত (৪৩) ও চরগাজী ইউনিয়নের বয়ারচর গ্রামের লিটন (২৮)।
র্যাব জানায়, গোপন সংবাদে সুখচর ইউনিয়নের চরগাসিয়া মৌলভীর চর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকার আবদুর রহিম নামে এক ব্যক্তির বাড়ির উঠান থেকে খোকন ডাকাত ও লিটনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছয় রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ত্রিএনত্রি রাইফেল, একটি এসবিবিএল, একটি ত্রিকোয়ার্টার এলজি, দুটি দেশীয় এলজি, ২২টি শর্টগানের কার্তুজ ও নগদ ১১ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়।
বিএনএনিউজ/ এইচ.এম।