20.7 C
আবহাওয়া
৫:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সৌদির হজ্জ ও ওমরাহ মন্ত্রীকে বরখাস্ত করলেন বাদশাহ

সৌদির হজ্জ ও ওমরাহ মন্ত্রীকে বরখাস্ত করলেন বাদশাহ

সৌদির হজ্জ ও ওমরাহ মন্ত্রীকে বরখাস্ত করলেন বাদশাহ

বিএনএ, বিশ্বডেস্ক : সৌদি আরবের হজ্জ ও ওমরাহ মন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাহের বেন্তেনকে বরখাস্ত করা হয়েছে। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশেই তাকে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন এছাম বিন সাদ বিন সাঈদ।

শুক্রবার (১২ মার্চ) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

সেখানে বলা হয়, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশেই হজ্জ ও ওমরাহ মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন এছাম বিন সাদ বিন সাঈদ।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, প্রতিমন্ত্রী এবং মন্ত্রীপরিষদের অন্যান্য সদস্যদের নিজেদের দায়িত্ব পালন করে যেতে হবে বলে সরকারি বিবৃতিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া মন্ত্রীর পদমর্যাদা দিয়ে সুপ্রিম প্রশাসনিক আদালতের সভাপতি হিসেবে শেখ আলি আল-সাওবীকে নিয়োগ দিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

সৌদি সিভিল এভিয়েশন অথরিটিতে আরও একটি পরিবর্তন আনা হয়েছে। সেখানে সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ আব্দুল হাদী আল-মনসৌরিকে। তিনি শেখ আব্দুল আজিজ আল-দুয়াইজের স্থালাভিষিক্ত হয়েছেন। তবে কী কারণে হঠাৎ এই পরিবর্তন সে সম্পর্কে কিছুই জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ