28 C
আবহাওয়া
৬:০৪ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় একজনের প্রাণহানি, শনাক্ত আরও ১৩১

চট্টগ্রামে করোনায় একজনের প্রাণহানি, শনাক্ত আরও ১৩১


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত চব্বিশ ঘন্টায় ১ হাজার ৯৯৬ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যাদের নগরে ১১২ জন নগরের ও ১৯ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৭৮ জন। একই সময় করোনায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মার্চ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৯০ জনের নমুনা পরীক্ষায় ৭ জন,  ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৯৪০ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন,  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৫৮১ জনের নমুনা পরীক্ষায় ৩২ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১০০ জনের নমুনা পরীক্ষায় ২৪ জন, শেভরণে ২৩৬ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২০ জনের নমুনা পরীক্ষায় ১১ জন এবং আরটিআরএলে ১৫ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৪ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত চব্বিশ ঘন্টায় ১৩১ জন বেড়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা এখন ৩৬ হাজার ১৭৮ জন। যাদের মধ্যে ২৮ হাজার ৫০০ জন নগরের ও ৭ হাজার ৬৭৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। একই সময় নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৭৯ জন। এর মধ্যে ২৭৮ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ