বিএনএ, বিশ্ব ডেস্ক : টিকায় ‘রক্ত জমাট বাধার’ পার্শ্বপ্রতিক্রিয়ার খবর আসার পর থাইল্যান্ডে অ্যাস্ট্রজেনেকার করোনার টিকাদান কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১২ মার্চ) প্রধানমন্ত্রীর টিকা গ্রহণের মধ্য দিয়ে থাইল্যান্ডে টিকাদান কার্যক্রম উদ্বোধন হওয়ার কথা ছিল।
গণমাধ্যম বিবিসি বলছে, অ্যাস্ট্রজেনেকার টিকার এমন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর বেশ কয়েকটি দেশে পাওয়া গেলেও কর্তৃপক্ষ বলেছে এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। এর আগে ডেনমার্ক ও নরওয়ের মতো দেশেও এই টিকাদান কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
এরই মধ্যে ৫০ লাখ ইউরোপীয়ান অ্যাস্ট্রজেনেকার টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে মাত্র ৩০ জনের শরীরে ‘রক্ত জমাটের’ খবর পাওয়া গেছে।
ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) বলেছে, টিকা নেওয়ার ফলে রক্ত জমাট বাধার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। অ্যাস্ট্রজেনেকার পক্ষ থেকে বলা হয়েছে, এই টিকার সুরক্ষার ব্যাপারটি ক্লিনিক্যাল ট্রায়ালে ব্যাপকভাবে গবেষণা করা হয়েছে।
বিএনএনিউজ/জেবি