17 C
আবহাওয়া
৭:১১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি আশুতোষ, সম্পাদক বেদারুল

খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি আশুতোষ, সম্পাদক বেদারুল


বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে  এডভোকেট আশুতোষ চাকমা সভাপতি  ও এডভোকেট বেদারুল ইসলাম সাধারণ সম্পাদক  নির্বাচিত হয়েছেন।  রোববার (১১ ফেব্রুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৬১ জন ভোটারের মধ্যে ৫৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক  এডভোকেট আশুতোষ চাকমা ৮ম বারের মতো বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে খাগড়াছড়ি জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেদারুল ইসলাম ৩২ ভোট পেয়ে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী এডভোকেট আরিফ উদ্দিন পেয়েছেন ২৭ ভোট।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

বিকালে ৩টায় প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট অভ্যূদয় চাকমা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট শাশ্বত প্রিয় চাকমা।

সহ সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে এডভোকেট শেখ মো. জামাল হোসেন সিদ্দিকী ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে এডভোকেট নজরুল ইসলাম সোহাগ ৩৯ ভোট, এডভোটেক  গৌরী প্রভা দে ৪১ ভোট ও উথিমং মারমা ৪১ ভোট পেয়ে নির্বাচিত।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ