20 C
আবহাওয়া
১১:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারার হরিপদের মরদেহ পাওয়া গেল বাঁশখালীতে

আনোয়ারার হরিপদের মরদেহ পাওয়া গেল বাঁশখালীতে

আনোয়ারার হরিপদের মরদেহ পাওয়া গেল বাঁশখালীতে

বিএনএ, আনোয়ারা: নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা হরিপদ ঘোষ (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে বাঁশখালীর ৯নম্বর ওয়ার্ডের উত্তর পুকুরিয়া এলাকায় সাঙ্গু নদীর পাড়ে মরদেহটি ভেসে আসার পর স্থানীয়রা বাঁশখালী থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

জানা যায়, হরিপদ ঘোষ আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের মুরালী তালসরা এলাকার কড়াই পাড়া এলাকার সারদা চরণ ঘোষের ছেলে। এর আগে দুই দিন ধরে নিখোঁজ ছিলেন হরিপদ ঘোষ।

স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে পরৈকোড়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এম তৌহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার দুপুরে তালসরা মুরালী খালের পাড়ে কাপড় খুলে অজ্ঞাত কারণে পানিতে নামে হরিপদ ঘোষ এরপর ওখানে তিন ডুব দেওয়ার পর নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরদিন শুক্রবার বরকল ব্রিজ এলাকায় তাকে ভাসতে দেখা গেলেও আবার অদৃশ্য হয়ে যায়। আজ রোববার সকালে পুকুরিয়া ইউনিয়নের সাঙ্গু নদীর পাড়ে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বিকালের দিকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বিএনএ/এনামুল হক নাবিদ, বিএম

Loading


শিরোনাম বিএনএ