ইসি গঠনে নাম প্রস্তাবের জন্য বিশিষ্ট নাগরিকদের সাথে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠকেও উঠে এসেছে নানা পরামর্শ। শনিবার (১২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে দুপুরে সোয়া ১ টায় ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক।
বৈঠকে অংশ নেয়া বিশিষ্ট নাগরিকদের মধ্যে ছিলেন, সিনিয়র সাংবাদিক আবেদ খান, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ৭১ টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, সমকালের প্রকাশক এ কে আজাদ, আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী।
বৈঠক থেকে বেরিয়ে ৭১ টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, নির্বাচন এলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বেশি নির্যাতনের শিকার হন। তাদের মধ্যে থেকে কখনও কোন প্রতিনিধি ইসিতে সুযোগ পায়নি। তাদের বিষয়টি বিবেচনায় নেয়ার পরামর্শ দেন তারা।
বলেন, সার্চ কমিটি যে ১০টি নাম প্রস্তাব করবে তাদের নাম গণমাধ্যমে প্রকাশ করতে হবে। নাম প্রকাশিত হলে ১০ জনের মধ্যে বিতর্কিত কেউ থাকলে তা আলোচনায় আসবে। তাতে বিতর্কমুক্ত কমিশন গঠন সহজ হবে।
বৈঠকে অংশ নেয়া যুগান্তরের সম্পাদক সাইফুল আলমসহ বিশিষ্টজনেরা বলেন, ইসি গঠনে নাম প্রস্তাবের ক্ষেত্রে কোন লুকোচুরি করা যাবেনা, রাজনৈতিক দলসহ প্রস্তাবিত সকল নাম জনগণের জানা উচিত। নতুন নির্বাচন কমিশনে কারা আসবেন তা সকলে জানার দরকার আছে। বলেন, একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে নিষ্ঠাবান ও সাহসী লোকদের প্রয়োজনীয়তা রয়েছে। তাই নাম প্রস্তাবের ক্ষেত্রে এসব বিষয়গুলো বিবেচনায় নেয়ার পরামর্শ দেন বিশিষ্টজনেরা।
ইসি গঠনে নাম প্রস্তাবের জন্য ররিবার বিশিষ্ট নাগরিকদের সাথে আরেকটি বৈঠক হ্ওয়ার কথা রয়েছে।