বিএনএ, রাজধানী : রাজধানীর মিরপুরের টোলারবাগে পারিবারিক বিষয় নিয়ে হারিসা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী ইয়াহিয়া মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯ টার দিকে টোলারবাগ ৩ নম্বর গেটের প্রথম গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ শাকিল শনিবার সকালে জানান, কয়েকদিন দিন যাবত ইয়াহিয়া মোল্লার সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে প্রায় ঝগড়া হতো। শুক্রবার সন্ধ্যায়ও তাদের মধ্যে ফের ঝগড়া হয়। একপর্যায়ে রাত সোয়া ৯টার দিকে ঘরে থাকা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা নিশ্চিত করে সে। এ সময় স্থানীয়রা ইয়াহিয়া মোল্লাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে ইয়াহিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
এস আই শাকিল জানান, আমরা ইয়াহিয়াকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে পর জানতে পারি স্বামীর গ্রামের বাড়ির জমিজমা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জেরেই স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। ইয়াহিয়া দম্পতির রহমান নামে এক সন্তান রয়েছে। তার পরেও আমরা আরো ভাল ভাবে তদন্ত করে দেখছি এ বিষয় নিয়ে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান এসআই শাকিল।
বিএনএ/ আজিজুল, ওজি