23 C
আবহাওয়া
২:১৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » লোহাগাড়ায় ইয়াবাসহ আটক ৪

লোহাগাড়ায় ইয়াবাসহ আটক ৪

লোহাগাড়ায় ইয়াবাসহ আটক ৪

বিএনএ,লোহাগাড়া(চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৪মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০হাজার ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত দুইটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আটককৃতরা হল যথাক্রমে নরসিংদী গোরাশাল এলাকার রেফায়েত উল্লাহর পুত্র বোরহান উদ্দিন(৩০), গাজিপুর কালিগঞ্জ বাসাইর এলাকার মৃত আবুল হোসেনের পুত্র নয়ন(৪০), নরসিংদী মনোহরদী হেতেমদি এলাকার মনিরুজ্জামানের পুত্র রবিউল আলম প্রকাশ অনিক(২৪) এবং গাজীপুর টঙ্গী এলাকার আবদুল কাদেরের পুত্র শাহিন হোসেন (২৫)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল(বৃহস্পতিবার) দিবাগত রাত ১টার দিকে পৃথক অভিযানে লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই যুযুৎসু যস চাকমা ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা পরিষদের সামনে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বোরহান ও নয়নের কাছ থেকে ৪০১০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং একই স্পটে আরেকটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে অনিক ও শাহিনের কাছ থেকে ৬হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক কারবারীকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের অানুমানিক মুল্য ৩০ লক্ষ টাকা হবে বলেও তিনি জানান। আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার( ১২ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

বিএনএ/ রায়হান, ওজি

Loading


শিরোনাম বিএনএ