20 C
আবহাওয়া
১২:৪৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ভূমিকম্পে কাঁপলো মেক্সিকো

ভূমিকম্পে কাঁপলো মেক্সিকো


বিএনএ, ঢাকা: মেক্সিকোর উত্তরপশ্চিমাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।ভূমিকম্পটির গভীরতা ছিল ৮৬ দশমিক ২ কিলোমিটার।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার (১২ জানুয়ারি) বিকেলের দিকে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কোলকম্যান ডি ভ্যাজকুয়েজ প্যালারেজ থেকে আট কিলোমিটার দূরে।

মেক্সিকো পাঁচটি টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত। ফলে এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে।

১৯৮৫ সালে মেক্সিকোর প্যাসিফিক উপকূলে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে হাজার হাজার মানুষ মারা যান।

২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে মারা যান ৩৬৯ জন। তাদের মধ্যে অধিকাংশ ভুক্তভোগী ছিল রাজধানীর।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ