বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয়েছে অরিজিনেটিভ গ্র্যান্ড ফিয়েস্টা ভলিউম ৩। শনিবার (১১ জানুয়ারি) দিনব্যাপি নগরীর খুলশী নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অরিজিনেটিভ ৩৬০ এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেন।
এবারের অরিজিনেটিভ গ্র্যান্ড ফিয়েস্টা ভলিউম ৩ এ অলিম্পিয়াড, ট্যালেন্ট হান্টসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় পঞ্চম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তিক মাহমুদ ও মো. ফাহাদ। তারা প্রতিযোগিতায় বিভিন্ন স্কিলস, কিভাবে সেগুলো আয়ত্ত করা যায় এবং তার গুরুত্ব নিয়ে সেশন নেন।
অরিজিনেটিভ 360 এর প্রধান নির্বাহী শোয়েব উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম, টেক পার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা মনসুর আলম, এসপেরিয়ার ব্যবস্থাপনা পরিচালক গোলাম বাকি মাসুদ ও সাংবাদিক পার্থ দে।
অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন আরেফিন রিয়াদ। প্রোগ্রামে সিলভার স্পনসর ছিল এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেড এবং এয়ার স্পেস ট্রাভেল, প্রোয়েসড আর সিনেমাটোগ্রাফি পার্টনার ছিল সিনেব্রোস প্রোডাকশন।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/ এএন/এইচমুন্নী