22 C
আবহাওয়া
৯:২৭ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » কর্ণফুলীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার

কর্ণফুলীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার

কর্ণফুলীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার

বিএনএ, চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা প্রতি বছরের মতো এবারো শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ডাঙ্গারচর সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা মাঠে ধর্ম-বর্ণ নির্বিশেষে শীতার্ত মানুষকে শীতের কম্বল উপহার দেওয়া হয়।

অত্র মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি মো: আবুল কাশেমের সভাপতিত্বে শীতবস্ত্র উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক রশিদুল হাসান শাহেদ।

অত্র মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল আল্লামা মো: তানভীর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এডভোকেট মো: ইব্রাহিম বিপু, শিক্ষানুরাগী আমিনুল ইসলাম টিপু,সাংবাদিক মহিউদ্দিন।

এতে বক্তারা বলেন, এবার শীতে মানুষের মাঝে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। অনেক নিম্নআয়ের অসহায় দুস্থ লোক শীতের কাপড় কিনতে পারছেন না। এ অবস্থায় অত্র প্রতিষ্ঠান প্রতি বছরের মতো নিজ এলাকায় এ বছরও সাধারণ মানুষের মধ্যে শীতের কম্বল নিয়ে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে।

সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা কর্তৃপক্ষ শীতবস্ত্র উপহারের পাশাপাশি শিক্ষা উপবৃত্তি, চিকিৎসা সেবাসহ সব সামাজিক উৎসবে সহযোগিতা করে যাচ্ছেন। অনুষ্ঠানে একই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-অভিবাবকরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি হয়।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ