22 C
আবহাওয়া
৯:১১ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে চোখ-মুখে ট্যাপ ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

চট্টগ্রামে চোখ-মুখে ট্যাপ ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

চট্টগ্রামে চোখ-মুখে ট্যাপ ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে চোখে-মুখে ট্যাপ ও হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে খুলশী থানার সেগুনবাগান এলাকার একটি সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, তাঁর বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। উদ্ধারের সময় তাঁর হাত-পা প্লাস্টিকের দড়ি দিয়ে বাঁধা ছিল। চোখে ও মুখে সাদা ট্যাপ মোড়ানো ছিল। এ ছাড়া গলায় ছিল কাপড় প্যাঁচানো। উদ্ধারের পর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসাইন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। দুপুর ১টা পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য তদন্তের পর জানা যাবে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চালিয়ে যাচ্ছে।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ