বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার সময় এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দরে দায়িত্বরত পুলিশ ও এনএসআই দল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হলেও বিমানবন্দর কৃর্তপক্ষ রোববার (১২ জানুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছে।
গ্রেপ্তার ইফতেখারুল আলম রনি ফেনীর ফজিলপুর ৭ নম্বর ওয়ার্ডের নুরে জামানের ছেলে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, শনিবার রাত ৮ টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দর এনএসআই-এর তথ্যের ভিত্তিতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ ও এনএসআই দল মানবপাচারের অন্যতম হোতা ইফতেখারুল আলম রনিকে গ্রেপ্তার করেছে। তিনি চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফ্লাইট যোগে দুবাই যাচ্ছিলেন।
রনি মানবপাচারের সাথে জড়িত এবং এ চক্রের অন্যতম হোতা। তার বিরুদ্ধে মানবপাচার অপরাধ দমন ট্রাইবুনাল নং-২, জেলা ও দায়রা জজ, কুমিল্লায় একটি মামলা চলমান রয়েছে। এছাড়াও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় রনির বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে রোববার একটি মামলা করা হয়েছে। এ মামলার এজাহার দাখিল করেছে চট্টগ্রাম বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
বিএনএনিউজ/ বিএম/শাম্মী