বিএনএ, খাগড়াছড়ি : গুইমারা সিন্দুকছড়ি জোনের শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের বার্র্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি জি।
বৃহস্পতিবার( ১২ জানুয়ারী) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি জিসহ রিজিয়নের অন্যান্য অফিসার, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং সাংবাদিকরা। বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি জি।। এছাড়া এসএসসি পরীক্ষা ২০২২ এ জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং মেধা তালিকায় ১ম শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়। এ সময় রিজিয়ন কমান্ডার শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ তহবিলের উদ্বোধন এবং খেলাধুলার সামগ্রী ক্রয় করার জন্য ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। ।
বিএনএ/ আনোয়ার হোসেন, ওজি