29 C
আবহাওয়া
১২:৫৭ পূর্বাহ্ণ - জুন ১, ২০২৪
Bnanews24.com
Home » সাজেকে সড়ক দুর্ঘটনা,আহত একজনের মৃত্যু

সাজেকে সড়ক দুর্ঘটনা,আহত একজনের মৃত্যু

সাজেক

বিএনএ,রাঙামাটি: রাঙামাটির সাজেক সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া বিতু চাকমা (৪০) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেসাজেকছেন। বুধবার(১১ জানুয়ারি) রাতে সাজেক সড়কে মালবাহী ট্রাক ও মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে কয়েকজন গুরুতর হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিতু চাকমা’র মৃত্যু হয়। নিহত বিতু চাকমা মাচালং এলাকার ললিত মোহন চাকমার ছেলে।

এ বিষয়ে সাজেক থানার ওসি নুরুল আলম জানান, রাতে দুর্ঘটনা হলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি

Loading


শিরোনাম বিএনএ