22 C
আবহাওয়া
১:৪৯ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে ফোমের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নারায়ণগঞ্জে ফোমের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

আগুন

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ফোমের গুদামে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

বুধবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন। তিনি জানান, বেলা পৌনে ১১টার দিকে শহরের ১৮ নং ওয়ার্ডে নিতাইগঞ্জে আমিনুল ইসলাম লিপুর ওই ককশিটের গুদামে আগুন লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএ্নএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ