16 C
আবহাওয়া
৫:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » করোনায় মৃত্যু : দেখা হলো না নবজাতককে

করোনায় মৃত্যু : দেখা হলো না নবজাতককে

করোনায়

বিএনএ, ঢাকা :  করোনায় মারা গেছে পুর্তগালে বসবাসত ওসমান গণি (৩৩) নামে এক বাংলাদেশি। সেদেশে রোববার রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।

ওসমান গণি ফেনী জেলার বাসিন্দা। নবাগত সন্তানকে দেখার জন্য তার দেশে আসার কথা ছিল। করোনার কারণে দেশে আর ফিরতে পারলেন না।

জানা গেছে, ওসমান গনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পর্তুগালের রাজধানী লিসবনে নিজগৃহে আইসোলেশনে ছিলেন। রোববার শ্বাসকষ্ট শুরু হলে তিনি স্থানীয় আলমাদা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ৮টায় তিনি মারা যান।

নোয়াখালী অ্যাসোসিয়েশন পর্তুগালের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, দেশের বাড়িতে ওসমান গনির স্ত্রী এবং নবাগত এক পুত্রসন্তান রয়েছে। নবাগত পুত্রসন্তান দেখার জন্য বাংলাদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এমন অবস্থায় তিনি মরণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হন এবং পৃথিবীর মায়া ত্যাগ করেন।

বর্তমান করোনা মহামারী পরিস্থিতি এবং পর্তুগালের অধিক সংক্রমণ পরিস্থিতির মাঝে মরহুমের লাশ বাংলাদেশে পরিবারের নিকট পাঠানো সম্ভব হবে না বলে জানা গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশে বিনিয়োগের আহবান জানাতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা রিসোর্টে ১৬ প্রেমিক যুগল আটক, বিয়ের চাপ পাহাড়ে অবৈধ বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ  পরিবেশ দূষণবিরোধী অভিযানে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম মহানগরীর খালগুলোকে স্বাভাবিক গতিপথে রাখতে হবে-পানি সম্পদ উপদেষ্টা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জানুয়ারিতে ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা সার্বভৌমত্ব রক্ষায় জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: মেয়র শাহাদাত