Bnanews24.com
Home » এলপিজি’র মূল্যহার পুনঃনির্ধারণে গণশুনানি ১৪ জানুয়ারি
এক নজরে ব্যবসা রাজধানী সব খবর

এলপিজি’র মূল্যহার পুনঃনির্ধারণে গণশুনানি ১৪ জানুয়ারি

এলপিজি’র মূল্যহার পুনঃনির্ধারণে গণশুনানি ১৪ জানুয়ারি

ঢাকা(১২ জানুয়ারি)  : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর লিকুইফাইড  পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) মূল্যহার পুনঃনির্ধারণের জন্য গণশুনানি আগামী ১৪ জানুয়ারি সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রাজধানীর ৬৩, নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হবে।

ঐ দিন উক্ত গণশুনানি সমাপ্ত না হলে প্রয়োজনে ১৭ বা ১৮ জানুয়ারি তা অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ১৪ ডিসেম্বর ২০২০ এর স্মারক অনুযায়ী তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থার প্রতিনিধি উল্লিখিত তারিখে অনুষ্ঠেয় গণশুনানিতে অংশগ্রহণপূর্বক এলপিজি’র মূল্যহার পুনঃনির্ধারণ বিষয়ে বিশ্লেষণধর্মী তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট দলিলাদি উপস্থাপন করতে পারবেন।