21 C
আবহাওয়া
১১:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে পাঁচ ইটভাটাকে জরিমানা

চট্টগ্রামে পাঁচ ইটভাটাকে জরিমানা

চট্টগ্রামে পাঁচ ইটভাটাকে জরিমানা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে পরিবেশগত ছাড়পত্র, ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় পাঁচটি ইটভাটাকে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) উপজেলার করেরহাট, বড় কমলদহ, মিঠাছড়া, পূর্ব হিঙ্গুরি এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন।

জরিমানা করা ইটভাটাগুলো হলো- মিরসরাইয়ের করেরহাট এলাকার মেসার্স রিয়াজুল হাসান ব্রিকস, বড় কমলদহ এলাকার মেসার্স এ এম এন ব্রিকস, মিঠাছড়া এলাকার মেসার্স এস বি কে ব্রিকস, পূর্ব হিঙ্গুরি এলাকার মেসার্স এম ই এ এস ব্রিকস ও করেরহাট এলাকার মেসার্স মেহেদী হাসান ব্রিকস।

এদের মধ্যে মেসার্স রিয়াজুল হাসান ব্রিকসকে ৫ লাখ, মেসার্স এ এম এন ব্রিকসকে ২ লাখ, মেসার্স এস বি কে ব্রিকসকে ২ লাখ, মেসার্স এম ই এ এস ব্রিকসকে ২ লাখ ও মেসার্স মেহেদী হাসান ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক জমির উদ্দিন জানান, পরিবেশগত ছাড়পত্রবিহীন ও ইট পোড়ানোর লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে আজ (মঙ্গলবার) মিরসরাইয়ে অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ