29 C
আবহাওয়া
৯:৩৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » পদোন্নতিপ্রাপ্ত ২১ পুলিশ সুপারকে পদায়ন

পদোন্নতিপ্রাপ্ত ২১ পুলিশ সুপারকে পদায়ন

পদোন্নতিপ্রাপ্ত ২১ পুলিশ সুপারকে পদায়ন

বিএনএ, ঢাকা : পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে স্ব-পদে কর্মরত ২১ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

পদায়নকৃত কর্মকর্তারা হ‌লেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) সুফিয়ান আহমেদ, শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার নাজিমুল হক, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, পুলিশ সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল আমীন হাওলাদার, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামসুর রহমান ভূঞা, রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার জসিম উদ্দীন।

এছাড়া র‍্যাবে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ও শাহরিয়ার আলী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার আবদুল্লাহ আল-ফারুক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার এবং বরিশাল ১০ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।

আগের বছরে বাংলাদেশ পুলিশে নতুন ২১৫টি পুলিশ সুপারের পদ সৃজন করা হয়। তাদের নিয়ে বাংলাদেশ পুলিশে মোট পুলিশ সুপারের দায়িত্বে আছেন ৫৮৪ জন কর্মকর্তা। সেখানে আরো ২১ জন পুলিশ সুপার হওয়ায় মোট পুলিশ সুপারের সংখ্যা হল ৬০৫ জন।

উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছিলো।

বিএনএনিউজ/এসকেকে/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ