39 C
আবহাওয়া
৩:২৪ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ব্যবসাবান্ধব নগরী গড়ব : রেজাউল

ব্যবসাবান্ধব নগরী গড়ব : রেজাউল

ব্যবসাবান্ধব নগরী গড়ব : রেজাউল

বিএনএ,চট্টগ্রাম: জনগণের ভোটে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ব্যবসাবান্ধব মহানগরী গড়ে তুলবে বলে জানিয়েছে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (১২ জানুয়ারি) নগরীর বহদ্দারহাটস্থ স্বজন সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রেজাউল করিম চৌধুরী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে আমি সব সময় জনগণকে নিয়ে মাঠে ছিলাম। উন্নয়নের নেত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক হাব হিসাবে গড়ে তুলতে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছেন। চট্টগ্রামের মানুষের দেখভাল করার জন্য তিনি আমার উপর আস্থা রেখে দায়িত্ব দিতে চান। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত করতে তিনি আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন।
ব্যবসাবান্ধব নগরী গড়ব : রেজাউল

তিনি বলেন, মেয়র হয়ে রাজপথ ও প্রশাসনিক দপ্তরের শক্তি দিয়ে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত চট্টগ্রাম তোলা অসম্ভব কিছু নয়। হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, মশক নিধন, বর্জ্য অপসারণ, যানজট, জলাবদ্ধতা, পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত অন্যান্য সকল নাগরিক সমস্যাা যা আছে তা সকল শ্রেনীর প্রতিনিধির পরামর্শক্রমে সমম্বিত পরিকল্পনা দূর করতে আমি জননেত্রী শেখ সহযোগিতা নিয়ে কাজ করে যাব।

নগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আহমদুর রহমান সিদ্দীকি, মোহাম্মদ শাহজাহান সুফি সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন।

কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মনসুর সিকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আবুল কাশেম, মো. এখতেয়ার হোসেন, দিদারুল আলম, খোরশেদ আলম, মো. শাহ আলম, মো. মামুন খলিফা, মো. আবদুর রশিদ, হারুনুর রশিদ প্রমুখ।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ