20 C
আবহাওয়া
৯:১৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » গোপালগঞ্জে আগুনে পুড়েছে ৬ ঘর, তিন গরুর মৃত্যু

গোপালগঞ্জে আগুনে পুড়েছে ৬ ঘর, তিন গরুর মৃত্যু

গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ৬টি ঘর,মারা গেল তিনটি গরু

বিএনএ,গোপালগঞ্জ:গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগুনে পুড়ে গেছে ৬টি ঘর।এ আগুনে পুড়ে তিনটি গরু মারা গছে।মঙ্গলবার (১২ জানুয়ারী) বিকেল তিনটার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা গ্রামে এ অগ্নিকান্ড ঘটে।

কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈই জানান, ওই গ্রামের সূর্যকান্ত রায়ের বসত বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। সে সময় আগুন ছড়িয়ে পড়লে সূর্যকান্ত রায় ও নারায়ণ রায়ের বসত বাড়ি, গোয়াল ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।আগুনে পুড়ে তিনটি গরু মারা গেছে।পরে এলাকাবাসী এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।এ অগ্নিকান্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।পরে ক্ষতিগ্রস্থদের ৮ হাজার টাকা, ৬টি কম্বল, তিনটি শাড়ি ও দুটি গামছা দেন তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ