24 C
আবহাওয়া
৬:৩৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ওয়েস্ট ইন্ডিজ দলের সবার করোনা নেগেটিভ

ওয়েস্ট ইন্ডিজ দলের সবার করোনা নেগেটিভ

ওয়েস্ট ইন্ডিজ দলের সবার করোনা নেগেটিভ

বিএনএ, ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ সফরে এসে প্রথম করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সব সদস্য।দলের সবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।মঙ্গলবার(১২ জানুয়ারি)বিকেলে এ তথ্য জানান,দলটির মিডিয়া ম্যানেজার ডারিও বার্থলে।তিনি বলেন,ক্যাম্পে থাকা সকলেই ভালো এবং সুস্থ আছেন।বাংলাদেশে করা প্রথম করোনা পরীক্ষায় সকলের ফল নেগেটিভ এসেছে।আগামি বৃহস্পতিবার দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হবে।এরপর দলের অনুশীলন শুরু হবে বলে জানান ডারিও বার্থলে।

যদিও মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ দলের দ্বিতীয় করোনা পরীক্ষাটি হবার কথা ছিল। কিন্তু সেটি দুদিন পিছিয়ে গেছে।সপ্তম দিনে হবে তৃতীয় করোনা পরীক্ষা। এরপরই তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষ হবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কোয়ারেন্টাইনে আছে ক্যারিবীয়রা।সিরিজের মাঝামাঝি সময়, বেশ কয়েকবার করোনা পরীক্ষা হবে।সব কিছু নিয়ন্ত্রণে রাখতে বেশি বেশি পরীক্ষার ওপর জোর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৮ জানুয়ারি সাভারের বিকেএসপিতে নিজেদের মধ্যে সীমিত ওভারের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে সফরকারীরা।২০ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচ হবে ২২ জানুয়ারি।প্রথম দু’ওয়ানডে হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।যা অনুষ্ঠিত হবে ২৯ থেকে ৩১ জানুয়ারি।

৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে।এরপর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ১৬ জানুয়ারি দেশ ছাড়ার আগে শেষবারের মত করোনা পরীক্ষায় অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ।

করোনার পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছে বাংলাদেশ দল।অথচ ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে আসার আগে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফর করেছে।বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে গত ১০ জানুয়ারি ঢাকায় পৌঁছে ক্যারিবীয়রা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ