বিএনএ, বিশ্ব ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন। নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার আগে হামলার আশঙ্কা থাকায় ট্রাম্প এ নির্দেশ দেন বলে আলজাজিরার খবরে জানা যায়।
ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থায় সাড়া দিতে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর এমন পদক্ষেপ এসেছে।
হোয়াইট হাউস থেকে দেয়অ এক বিবৃতিতে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ডিস্ট্রিক্ট অব কলোম্বিয়ায় জরুরি অবস্থা বহাল থাকবে এবং ১১ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ৫৯তম প্রেসিডেন্টের অভিষেকের ফলে জরুরি অবস্থার কারণে ডিস্ট্রিক্টের পদক্ষেপের পরিপূরক হিসেবে কেন্দ্রীয় সহায়তার নির্দেশ হয়েছে।
বিএনএনিউজ/জেবি