বিএনএ, ঢাকা: ১৫ ডিসেম্বর থেকে প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল (এমআরপি) পাসপোর্ট দেওয়া হবে। এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১১ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি।
এ সময় ড. আসিফ নজরুল বলেন, ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট দেওয়া শুরু হবে। যারা আবেদন করেছেন ,পরবর্তী ৩-৪ সপ্তাহের মধ্যে প্রত্যেকে এমআরপি পাসপোর্ট পাবেন। এক্ষেত্রে সৌদি আরব এবং মালয়েশিয়ায় যারা আছেন তাদের প্রাধান্য দেয়া হচ্ছে।এরপর দেশ অনুযায়ী গুরুত্ব বুঝে তা প্রদান করা হবে। বিপুল পরিমাণে এমআরপি পারসপোর্ট ছাপানো হচ্ছে । আশাকরি আগামী ২-৩ বছর পাসপোর্ট নিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে না ।পাসপোর্ট ইস্যুতে দুর্ভোগ ও হয়রানি দুঃখজনক। এই দুর্ভোগের কারণ হলো আওয়ামী লীগ আমলের এক মন্ত্রী তার পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে এই কাজ দিয়েছিলেন। সেই প্রক্রিয়ায় দেড় বছর সময় নষ্ট হয়। অন্তর্বর্তী সরকার আসার পর তা বাতিল করে দিয়েছে।
বিএনএনিউজ/ আরএস/শাম্মী