বিএনএ ডেস্ক: বাশার আল আসাদের পতনের পর সিরিয়াজুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। সোমবার রাতভর হামলা চালিয়ে আল-বাইদা ও লাতাকিয়া বন্দরে নোঙ্গর করা সিরিয়ার নৌবাহিনীর ১৫টি জাহাজ ধ্বংস করে দেয় ইসরায়েলের সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার যে পদক্ষেপ নিয়েছে দেশটি, এটি তারই অংশ।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমান সিরিয়াজুড়ে সাড়ে তিনশোর বেশি বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে এর স্থলবাহিনী সিরিয়া ও দখলীকৃত গোলান মালভূমির মধ্যবর্তী বাফার জোনের সাময়িক নিয়ন্ত্রণ নিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎয বলেছেন ‘ইসরায়েল রাষ্ট্রের প্রতি কৌশলগত যেসব হুমকি আছে সেগুলো ধ্বংসই তাদের লক্ষ্য।’ তিনি সিরিয়ার নৌবহর ধ্বংস করাকে ‘বিশাল সাফল্য’ হিসেবে আখ্যায়িত করেছেন।
আইডিএফের দাবি, সিরিয়ার এয়ারফিল্ড, সামরিক যানবাহন, বিমান বিধ্বংসী অস্ত্র এবং অস্ত্র উৎপাদন কেন্দ্র রয়েছে।
এগুলোর কিছু সিরিয়ার রাজধানী দামেস্কে। আর কিছু হোমস, তারতাস ও পালমিরায়। এর বাইরে গোডাউন, গোলাবারুদের মজুত এবং কয়েক ডজন সাগর থেকে সাগরে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র স্থাপনাও ইসরায়েলের লক্ষ্যবস্তুর মধ্যে ছিলো। ইসরায়েলের দাবি ‘এগুলো যাতে উগ্রপন্থীদের হাতে না যায়’ সেজন্যই তারা এই ব্যবস্থা নিয়েছে।
এর আগে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, আসাদ সরকারের উৎখাতের পর থেকে এ পর্যন্ত রোববার সিরিয়ান বিদ্রোহীদের ৩১০টি হামলার তথ্য রেকর্ড করেছে। এসওএইচআর এর প্রতিষ্ঠাতা রামি আব্দুর রহমান বলেছেন, ইসরায়েলের হামলায় ‘সিরিয়ার আর্মির সব সক্ষমতা’ ধ্বংস হচ্ছে। তার মতে ‘সিরিয়ার সার্বভৌমত্বও লঙ্ঘিত হয়েছে’।
বিএনএনিউজ/ বিএম/শাম্মী