বিএনএ ডেস্ক : ঘন কুয়াশার কারণে টানা ৮ ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। কুয়াশার পরিমাণ বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বাংলাদেশ আভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঘন কুয়াশার মধ্যে ফেরি চলাচল সচল রাখার মতো কোনো ব্যবস্থা নেই।
তাই দুর্ঘটনা এড়াতে আজ সকাল ৯টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে টানা ৮ ঘণ্টা ২০ মিনিট ফেরি সার্ভিস বন্ধ ছিল।
বিএনএনিউজ/ বিএম/শাম্মী