20 C
আবহাওয়া
১:২৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ববির কলা ও মানবিক অনুষদের নতুন ডিন তানভীর কায়ছার

ববির কলা ও মানবিক অনুষদের নতুন ডিন তানভীর কায়ছার

ববির কলা ও মানবিক অনুষদের নতুন ডিন তানভীর কায়ছার

বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কলা ও মানবিক অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়ছার। সোমবার (১১ ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। যোগদানের পর পরবর্তী দুই বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত শিক্ষককে ছকের বর্ণনা মোতাবেক পরবর্তী দুই (২) বছরের জন্য দায়িত্ব প্রদান করা হলো। যেসকল নিয়োগ, সিলেকশন বোর্ড ও কমিটিতে কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন সদস্য হিসেবে আছেন সেকল নিয়োগ, সিলেকশন বোর্ড ও কমিটিতে জনাব মোহাম্মদ তানভীর কায়ছার ১১/১২/২০২৩ তারিখ থেকে স্থলাভিষিক্ত হবেন।

প্রসঙ্গত, মোহাম্মদ তানভীর কায়সার এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন গবেষণাধর্মী কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন করেছেন।

বিএনএনিউজ/ রবিউল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ