বিএনএ, যশোর: যশোরে গরু বহন করা গাড়ি নসিমন থেকে ৮ কেজি ৩৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও পাচারকাজে ব্যবহৃত একটি নসিমন গাড়িসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। রোববার (১০ ডিসেম্বর) বিকালে তাদের দুইজনকে আটক করা হয়।
আটক আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মো. আনসার আলী ছেলে খোরশেদ আলম, (৩৮) ও একই গ্রামের মৃত তাহের আলী মল্লিকের ছেলে রফিকুল মল্লিক (৪৫)।
র্যাব জানায়, কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা নিয়ে বেনাপোল থেকে নড়াইলের উদ্দেশ্যে যাবে, এমন গোপন সংবাদের মাধ্যমে বাঘারপাড়া থানার দাদপুর বাজারে চেকপোস্ট বসিয়ে একটি নসিমন গাড়ির টুল বক্সের মধ্যে কৌশলের লুকিয়ে রাখা অবস্থায় ৮ কেজি ৩৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ওই দুইজনকে হাতেনাতে আটক করে।
র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বাঘারপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।
বিএনএনিউজ/ মো. সোহাগ হোসেন/ বিএম