17 C
আবহাওয়া
৪:৪৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে তিন ব্যবসায়ীকে জরিমানা

বোয়ালখালীতে তিন ব্যবসায়ীকে জরিমানা

বোয়ালখালীতে তিন ব্যবসায়ীকে জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে তিন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ ডিসেম্বর) উপজেলার গোমদণ্ডী ফুলতল এবং পূর্ব কালুরঘাট এলাকায় এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরী।

তিনি বলেন, পেঁয়াজের অতিরিক্ত মূল্য নির্ধারণ নিয়ন্ত্রণসহ বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করা এবং ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ