23 C
আবহাওয়া
২:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০৭

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০৭

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০৭

বিএনএ, ঢাকা: রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০৭ জনকে গ্রেপ্তার ক‌রা হ‌য়েছে। তাদের মধ্যে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়েছেন ৭৬ জন।

রোববার (১১ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। তিনি বলেন, বিশেষ অভিযানের ১১তম দিনে ৩০৭ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭৬ জন রাজনৈতিক মামলায় এবং বাকিরা মাদক, দণ্ডপ্রাপ্ত, অস্ত্রধারী সন্ত্রাসী, চোর, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করা হবে। গত ১ ডিসেম্বের থেকে এ বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।

এর আগে, গত ২০ নভেম্বর রাজধানীর আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে পুলিশের চলমান অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৯ নভেম্বর এক আদেশে দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও সব জেলার পুলিশ সুপারদের ১ থেকে ১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয় পুলিশ সদরদপ্তর।

এতে বলা হয়, অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ