27 C
আবহাওয়া
১:০৩ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » কৃষিকে যান্ত্রিকী করণ করতে চায় আনোয়ারা কৃষি অফিস

কৃষিকে যান্ত্রিকী করণ করতে চায় আনোয়ারা কৃষি অফিস

কৃষিকে যান্ত্রিকী করণ করতে চায় আনোয়ারা কৃষি অফিস

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): বাণিজ্যিক উপজেলা হিসেবে পরিচিত চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এর মধ্যে দিন দিন ইন্ড্রাস্ট্রিয়াল এলাকা হয়ে উঠেছে। ইন্ড্রাস্ট্রিয়াল এলাকা হলেও এখানে কৃষি এখনো একটি উর্বর ভূমি হিসেবে কাজ করছে। এই উপজেলার বেশ কয়েকটি চর এলাকার সবজি এখানকার চাহিদা পূরণ করে যাচ্ছে চট্টগ্রাম শহরে। এছাড়াও উপজেলার পূর্ব অঞ্চলের এলাকাগুলোতে তিন সিজনে উৎপাদন হয় ফসল। সে লক্ষ্যে কাজ করছে উপজেলা কৃষি অফিস। এবার কৃষিকে যান্ত্রিকী করণ করতে আনোয়ারায় কৃষি অফিস হারবেস্টার মেশিন বিতরণ করছে।

এ লক্ষ্যে রোববার ( ১১ ডিসেম্বর ) সকালে সদর উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষি অফিসের উদ্যোগে চলতি আমন মৌসুমে ভর্তুকি মূল্যে ১টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মুমিন মেশিন টি বিতরণ করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ধারাবাহিকভাবে আনোয়ারা উপজেলায় ভর্তুকি মূল্যে এই পর্যন্ত ৪টি কম্বাবাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বিতরণকৃত এসব কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মূল্য ৩৪ লাখ টাকা। কৃষক দিয়েছে ৩ লক্ষ টাকা । সরকার প্রদান করেছে ২০ লক্ষ ৬৫ হাজার টাকা, বাকি টাকা কোম্পানিকে কিস্তি আকারে পরিশোধ করবে কৃষক।

আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, ভর্তুকি মূল্যে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের উশখাইন গ্রামের দিদারকে ১টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়েছি। দিন দিন কৃষি শ্রমিক কমছে। তাই সরকার কৃষিকে যান্ত্রিকী করণ করতে চাইছে। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

স্হানীয় ঔষখাইন গ্রামের উপকার ভোগী কৃষক মুজিবুর রহমান বলেন, হারভাস্টার মেশিনে ১৫ লিটার তেল দিয়ে ১০ থেকে ১২ কানি জমির ধান কাটা যায়। এতে আমাদের খুব উপকার হয়। সরকার আমাদেরকে এই যে সহযোগিতা করছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ