17 C
আবহাওয়া
১১:৪১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » কথার কথায় কাউকে কাফের ডাকবেন না

কথার কথায় কাউকে কাফের ডাকবেন না

কথার কথায় কাউকে কাফের ডাকবেন না

ইসলামী বিধান মতে, কাউকে কাফের বলে আখ্যায়িত করার একমাত্র ভিত্তি হবে পবিত্র কুরআন-সুন্নাহ। শরীয়ত সম্মত কোন দলিল ব্যতিত কোন কথা বা কাজের ওপর নির্ভর করে কোন মুসলমানকে কাফের বলা জায়েজ নয়।কথার কথায় কাউকে কাফের ডাকবেন না।

এমনকি কোন কথা বা কাজ কুফরির পর্যায়ে পড়লেও ঐ কারণে যে কাউকে নির্দিষ্ঠ করে কাফের বলতেই হবে এমনটি নয়। হ্যাঁ, ঐ পর্যায়ে কাউকে কাফের বলা যেতে পারে যখন তার মধ্যে কুফরির সমস্ত শর্ত পাওয়া যাবে এবং তাকে এনামে সম্মোধন  করতে কোন প্রকার বাধা না থাকে।

বস্তুত: কারো ওপর  কুফরির হুকুম প্রয়োগ করা খুবই জটিল ও মারাত্বক বিষয়। কোন মুসলমানকে কাফের বলার ব্যাপারে খুবই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করা জরুরি। অতএব কথার কথায় কাউকে কাফের ডাকবেন না।

সূত্র: আর-রাওদা দাওয়া ও এরশাদ,রিয়াদ কর্তৃক প্রকাশিত আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মূল আকিদার সংক্ষিপ্ত পরিচয়(পৃষ্ঠা১৯)।লেখক ড. নাছের বিন আব্দুল করিম আল -আকল।

Loading


শিরোনাম বিএনএ