18 C
আবহাওয়া
২:২১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ইন্না লিল্লাহর অর্থ কী, কেন পড়ি?

ইন্না লিল্লাহর অর্থ কী, কেন পড়ি?


বিএনএ ডেস্ক : কেউ মারা গেলে আমরা ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়ি। কিন্তু এই কথাটার মানে কী এবং এটা কেন পড়ি? এটা কি মৃত ব্যক্তির জন্য দোয়া?যেহেতু আরবি আমাদের ভাষা নয়, তাই স্বভাবতই ভেবে নেই এই দোয়া শুধু মৃত্যুর সংবাদ শুনলে পড়তে হয়, যা সম্পূর্ণ ভুল ধারণা। এবার আমরা জানার চেষ্টা করি আসলে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ মানে কী।

এটি সূরা বাকারার ১৫৬ নাম্বার আয়াত যার সরল অর্থ : ‘ইন্না লিল্লাহ’- নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। আর ‘ওয়া ইন্না ইলাইহি রাজিউন’- এবং নিশ্চিতই আমাদের তাঁর সান্নিধ্যে ফিরে যেতে হবে।

আয়াতের অর্থটি জানার পর আপনার কি মনে হচ্ছে যে, এই দোয়া পড়লে, তার প্রভাব মৃত ব্যক্তির রূহের ওপর পড়বে এবং মৃত ব্যক্তি উপকৃত হবে। এই দোয়ার সাথে মৃত ব্যক্তির দূরতম কোনো সম্পর্ক নেই। বরঞ্চ এই দোয়াটি মৃত ব্যক্তির জন্য নয় বরং নিজের জন্যই পড়া হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ