36 C
আবহাওয়া
৬:৫৫ অপরাহ্ণ - মে ১৭, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় দুদিনে আরও ৪ হাসপাতাল বন্ধ

গাজায় দুদিনে আরও ৪ হাসপাতাল বন্ধ

গাজা

বিশ্ব ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস বলেছেন, গাজা শহরে কর্মরত স্বাস্থ্যকর্মীরা ডব্লিউএইচওকে জানিয়েছেন, হাসপাতালগুলো থেকে তাদের অনেককে নিরাপত্তার স্বার্থে বের হয়ে আসতে হয়েছে। যদিও এখন পর্যন্ত অনেকে ‘মারাত্মক নিরাপত্তাহীনতা’ সত্ত্বেও হাসপাতাল ছাড়তে পারছেন না।

এক্স (টুইটার) পোস্টে ডব্লিউএইচও প্রধান বলেছেন, ‘হাসপাতালে আশ্রয় নেওয়া হাজার হাজার মানুষজনকে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে জোরপূর্বক বের করে দেওয়া হচ্ছে। তবে অনেকেই রয়ে গেছেন এখনও। তাছাড়া গত ৪৮ ঘণ্টায় চারটি হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছে।’

টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস বলেন, ‘ডব্লিউএইচও রোগী, স্বাস্থ্যকর্মী এবং যারা হাসপাতালে আশ্রয় নিয়েছেন তাদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, অনতিবিলম্বে তাদের সুরক্ষা জরুরি।’

গাজা শহরের আলশিফা হাসপাতাল চত্বরে বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা চরম বিরক্ত বলেও জানিয়েছেন সংস্থাটির প্রধান।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধে গাজায় এ পর্যন্ত ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে চার হাজারই শিশু বলে জানা গেছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ