28 C
আবহাওয়া
৪:০৯ অপরাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » ইসরায়েলের ৬টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া

ইসরায়েলের ৬টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনে ব্যবহার করা আটটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি ভূপাতিত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। সিরিয়ায় অবস্থিত রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টারের উপ প্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত এক বিবৃতিতে একথা জানান।

তিনি বলেন, সোমবার স্থানীয় সময় রাত ৮টা ১৬ থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের ছয়টি এফ-১৫ জঙ্গিবিমান লেবাননের আকাশ থেকে সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে সিরিয় সেনাদের অবস্থান লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এ সময় ইহুদিবাদী সেনারা হোমস প্রদেশের সামরিক অব্স্থান লক্ষ্য করে আটটি গাইডেড মিসাইল ছোঁড়ে।

অ্যাডমিরাল কুলিত জানান, রুশ নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য পানৎশির-এস এবং বাক-এম২ ক্ষেপণাস্ত্র দিয়ে সফলতার সঙ্গে সিরিয়ার সেনারা ইসরায়েলের ছয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

রুশ সারমরিক কর্মকর্তারা বলছন, ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয় এবং সিরিয়ার দুই সেনা আহত হন। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ