30 C
আবহাওয়া
৩:৩৮ অপরাহ্ণ - অক্টোবর ১২, ২০২৫
Bnanews24.com
Home » সেফ এক্সিটের দরকার নেই বললেন আসিফ নজরুল

সেফ এক্সিটের দরকার নেই বললেন আসিফ নজরুল


বিএনএ, ঢাকা: আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, কোনো কোনো মহল  উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে কথা বলছেন।উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই।

শনিবার রাজধানীর একটি হোটেল আয়োজিত জাতীয় মানবাধিকার কমিশ আইনের প্রস্তাবিত খসড়ার ওপর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইন মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. আসিফ নজরুল বলেন, যারা আয়নাঘর, গুম, খুন, নির্যাতন, রাষ্ট্রের সম্পদ লুট, মানবাধিকার লংঘন, ভোটাধিকার হরণ করেছে তাদের সেফ এক্সিট প্রয়োজন। সেই সেফ এক্সিটের জন্য আমরা কাজ করছি। আশা করছি, দেশবাসীকে আমরা সেটা দেওয়ার সূচনা করতে পেরেছি।

অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে বিশেষ অতিথি ছিলেন- গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, এটর্নি জেনারেল আসাদুজ্জামান। এছাড়া দেশের আইন বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা অংশ নেন।

আইন উপদেষ্টা বলেন, আমরা কমিশনের ক্ষমতাকে সুসংহত করার চেষ্টা করেছি। আগের আইনে শৃঙ্খলা-বাহিনীর বিষয়ে কমিশন কোনো তদন্ত করতে পারত না। আমরা এই বিধান বাদ দিয়েছি। ফলে মানবাধিকার কমিশন যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে পারবে। পূর্বে কমিশন কেবল সুপারিশমূলক কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল, আমরা এবার কমিশনকে ক্ষতিপূরণ আদায় কিংবা জরুরি যেকোনো আদেশ দেয়ার ক্ষমতা দিয়েছি, প্রয়োজনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা করার ক্ষমতা দিয়েছি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের চাকসু নির্বাচন: চবিতে বহিরাগত প্রবেশ নিষেধ আজ শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদের ইন্তেকাল,বেলা ১১ টায় রাউজানে জানাজা সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব চাকসু নির্বাচন : ৫টি ভোটকেন্দ্রে থাকবে ৬০টি গোপন ভোটকক্ষ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হেফাজতে বিএনপি নেতা ইশরাকের বাগদান গ্রেপ্তার হচ্ছেন ১৪ সামরিক কর্মকর্তা! কোথায় জেনারেল হামিদ? এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা