30 C
আবহাওয়া
১০:৩২ অপরাহ্ণ - আগস্ট ১০, ২০২৫
Bnanews24.com
Home » সার্বভৌমত্ব রক্ষায় ইরান সম্পূর্ণ প্রস্তুত: সাইদ ইরাভানি

সার্বভৌমত্ব রক্ষায় ইরান সম্পূর্ণ প্রস্তুত: সাইদ ইরাভানি


বিএনএ ডেস্ক :জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেছেন, আগ্রাসনের জবাব দিতে ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান সম্পূর্ণ প্রস্তুত।ইরান যুদ্ধ বা উত্তেজনা চায় না, তবে আন্তর্জাতিক আইন মেনে আত্মরক্ষার অধিকার চর্চা করতে পারে।

সম্প্রতি ইরান প্রায় দুইশ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায়।  এর জবাব দিতে মরিয়া ইসরায়েল। যেকেনো সময় তেহরানে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে দখলদার বাহিনী।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে ইসরায়েলি হামলার বিরুদ্ধে ‘সার্বভৌমত্ব রক্ষা’ করতে প্রস্তুত ইরান।

এ দিকে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আরও দুই কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। এর আগে গত মাসের শেষের দিকে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ