24 C
আবহাওয়া
৮:৪০ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » আজ মহা অষ্টমী

আজ মহা অষ্টমী


বিএনএ,ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে।  আজ অনুষ্ঠিত হবে মহাষ্টমী ও কুমারী পূজা। মহাষ্টমীর দিনে রামকৃষ্ণ মিশনসহ বেশ কয়েকটি পূজামণ্ডপে কুমারীপূজা অনুষ্ঠিত হবে।

মহাষ্টমীতে আজ সকাল ৭টা ১৭ মিনিটের মধ্যে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপে এ কুমারীপূজা অনুষ্ঠিত হয়েছে। এ জন্য অল্পবয়সী একটি মেয়েকে কুমারী হিসাবে মনোনীত করা হয়েছে, যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪১ মিনিটের মধ্যে হবে সন্ধিপূজা। রামকৃষ্ণ মিশন, মঠসহ কয়েকটি পূজামণ্ডপে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে দুর্গাপূজা আয়োজনের কারণে এসব মণ্ডপে পূজার সময়ের হেরফের ঘটবে কিছুটা। তবে আজকের দিনের প্রধান আকর্ষণ থাকবে কুমারীপূজা।

মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে বুধবার শুরু হয় পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। ১৩ অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্যদিয়ে দুর্গোৎসব শেষ হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ি, এ বছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সারা দেশে ৩১ হাজার ৪৬১টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আর রাজধানীতে পূজা হচ্ছে ২৫২টি মণ্ডপে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী/হাসনা


শিরোনাম বিএনএ