28 C
আবহাওয়া
১০:৫৩ পূর্বাহ্ণ - মে ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ত্রিশালে দুই বাসের সংঘর্ষে নিহত ৪, আহত ১৫

ত্রিশালে দুই বাসের সংঘর্ষে নিহত ৪, আহত ১৫

বাস

বিএনএ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে বাস দুর্ঘটনায় চার নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২)। তারা সবাই রাসেল গার্মেন্টের শ্রমিক।

স্থানীয়রা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চেলেরঘাট এলাকায় পৌঁছালে চাকার হাওয়া বেরিয়ে যায়। পরে ওই বাসের কয়েকজন যাত্রী আরেকটি বাস সিগন্যাল দিয়ে থামান। সেই বাসটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে একটি বাস এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেয়া হয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয় বলে জানায় পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

ত্রিশাল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, দুর্ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ