26 C
আবহাওয়া
৪:৩২ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » খালেদা জিয়া অংশ নিতে না পারলে সেই নির্বাচন হবে না: গয়েশ্বর

খালেদা জিয়া অংশ নিতে না পারলে সেই নির্বাচন হবে না: গয়েশ্বর

খালেদা জিয়া অংশ নিতে পারলে সেই নির্বাচন হবে না: গয়েশ্বর

বিএনএ ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনে খালেদা জিয়া মনে হয় নির্বাচন করতে পারবেন না-আইনমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যে নির্বাচনে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না, সেই নির্বাচন বাংলাদেশে হবে না। সেই নির্বাচন জনগণ বাংলাদেশে করতে দেবে না। সুতরাং আইনমন্ত্রী বেআইনি ভাষায় কথা বলা বন্ধ করেন। নিজে আইনমতো সরকারে আসেন নাই। আসছেন বেআইনিভাবে। সুতরাং পথ খোলা আছে, এখনো সময় আছে সোজা ঘরে ঢুকে যান। জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে দেন।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর শ্যামপুর কদমতলীর সালাম মার্কেটের সামনে
শ্যামপুরে বিএনপির সমাবেশে এ কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

আজকের সমাবেশে বিএনপির নেতা–কর্মীদের লাঠিসোঁটা হাতে নিয়ে তাতে পতাকা টাঙিয়ে না আসার নির্দেশনা একজন পুলিশ কর্মকর্তা দিয়েছেন বলেও জানান গয়েশ্বর রায়। এমন নির্দেশনার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘এই অধিকার আপনি কোথায় পেলেন? এই অনধিকার চর্চা করার সাহস আপনাকে কে দেয়?

বেশি দালালির কারণে আপনাদের দুর্দশা অতি সন্নিকটে, এমন মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যাঁরা বলেছেন লাঠি নিয়ে আসতে পারবেন না, সেই পুলিশকে বলব, আমাদের সভা-সমাবেশে পুলিশ বাহিনীর লোক যখন আসবেন, তখন তাঁরা কোমরে পিস্তল, হাতে লাঠি নিয়ে আসতে পারবেন না। খালি হাতে আসতে হবে। আর আওয়ামী লীগ যদি লাঠি নিয়ে আসে, সেটা আপনি কীভাবে বন্ধ করবেন, সেই কৈফিয়ত দিতে হবে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যাঁরা ‘অন্যায়ভাবে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার চেষ্টা করছেন। তাঁদের তালিকা করার ঘোষণা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের টাকায় আপনাদের বেতন হয়। আপনাদের স্ত্রীরা শাড়ি পরে, সন্তানেরা চলে। সুতরাং জনগণের বিরুদ্ধে যাবেন না। শেখ হাসিনার পক্ষে থাকলে কারও জন্যই মঙ্গল হবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফ্যাসিবাদী জনগণের হাতে পরাস্ত হয়ে বিদায় নিয়েছে। এই সরকারকেও বিদায় নিতে হবে। সেই বিদায়টা কতটুকু করুণ পরিণতির মধ্য দিয়ে হবে, না স্বাভাবিকভাবে নেবে, সেই সিদ্ধান্ত শেখ হাসিনাকে নিতে হবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
চিন্ময় কারাগারে, চট্টগ্রামে ৬ ও ঢাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন চিন্ময় দাস গ্রেফতারে প্রতিক্রিয়া জানাল ভারত জাপানে রকেট পরীক্ষাস্থলে আগুন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে কোনো ছাড় নয় : আসিফ মাহমুদ ইউএস-বাংলা এয়ারলাইনসে সোয়া ৯ লাখ সৌদি রিয়ালসহ যাত্রী আটক কালুরঘাট প্রস্তাবিত নতুন সেতু: ডিসেম্বরে প্রকল্প পরিচালক নিয়োগ, জুনে ভূমি অধিগ্রহণ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আইসিসি'র প্রধান কৌঁসুলি করিম খান রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েও দাবি জানাতে পারে-স্বরাষ্ট্র উপদেষ্টা শাপলা চত্বরে ‘গণহত্যা’: শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ রাষ্ট্রের সংবিধান সংস্কারে বিএনপির প্রস্তাবনা পেশ