বিএনএ, বিশ্ব: আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের পক্ষ থেকে আবারও দেশটিতে অংশগ্রহণমূলক সরকার গঠন করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। তালেবানের খণ্ডকালীন মুখপাত্র ও জাতিসংঘে তালেবানের প্রস্তাবিত প্রতিনিধি সুহাইল শাহিন এক বক্তব্যে এ প্রতিশ্রুতি দিয়েছেন।
সম্প্রতি তিনি বলেছেন, আফগানিস্তানে ব্যাপকভিত্তিক সরকার গঠনে প্রস্তুত রয়েছে তালেবান তবে নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের বিষয়টি কখনোই মেনে নেয়া হবে না।
তালেবানের অংশগ্রহণমূলক সরকারে আফগানিস্তানের সংখ্যালঘু জনগোষ্ঠীর পাশাপাশি নারীদের প্রতিনিধিত্ব রাখা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সুহাইল শাহিন। তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত আফগানিস্তানের ব্যাপারে এদেশের জনগণের মতামতকে শ্রদ্ধা করা।
গত আগস্ট মাসের ১৫ তারিখ আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান। এরপর ৭ সেপ্টেম্বর একটি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয় তারা। তালেবান ঘোষণা করে, এটি একটি সাময়িক সরকার এবং এরপর উপযুক্ত সময়ে স্থায়ী সরকার গঠন করা হবে।
বিএনএ/ ওজি