21 C
আবহাওয়া
১১:২০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » প্রস্তুতি ম্যাচ খেলতে দুবাই গেছে টাইগাররা

প্রস্তুতি ম্যাচ খেলতে দুবাই গেছে টাইগাররা

প্রস্তুতি ম্যাচ খেলতে দুবাই গেছে টাইগাররা

বিএনএ ক্রীড়া ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুইটি  প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

স্থানীয় সময় রোববার (১০ই অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশি ক্রিকেটাররা। একই ফ্লাইটে করে শ্রীলঙ্কা ও ওমান ক্রিকেট দলও দুবাই গেছে।

আরব আমিরাতে একদিনের কোয়ারেন্টাইন শেষে ১২ই অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ খেলবে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে ১৩ই অক্টোবর আবার অনুশীলনে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ১৪ই অক্টোবর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ আয়ারল্যান্ডের মুখোমুখী হবে বাংলাদেশ।

দুইটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ই অক্টোবর আবারও ওমান ফিরে আসবে বাংলাদেশ দল। ১৬ই অক্টোবর ওমানে আবারও অনুশীলন করবে টাইগাররা।

১৭ই অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের পরের দুই প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি ও ওমান।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ