28 C
আবহাওয়া
৪:২৫ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » কর্ণফুলীতে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্র জনতার বিক্ষোভ

কর্ণফুলীতে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্র জনতার বিক্ষোভ

কর্ণফুলীতে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্র জনতার বিক্ষোভ

বিএনএ,চট্টগ্রাম: ছাত্র জনতার আন্দোলনে সশস্ত্র হামলা ও ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে কর্ণফুলী উপজেলার ৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম’কে অবাঞ্ছিত ঘোষণা করে অপসারণ ও শাস্তির দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা ও এলাকাবাসী।

বুধবার (১১সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদ থেকে বিক্ষোভ মিছিল করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে অপসারণ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা করে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিকলবাহা ইউনিয়নের সর্বস্তরের ছাত্র জনতা ও এলাকাবাসীরা অংশ নেন।

এসময় বিক্ষোভ কারীরা বলেন, শিকলবাহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নানা অপকর্ম ও দুর্নীতির সাথে জড়িত ছিলেন। গত ২১আগষ্ট আমরা সেনাবাহিনী ও ইউএনও মহোদয়ের সামনে চেয়ারম্যানের বিভিন্ন দূর্নীতি প্রমাণিত হলে জাহাঙ্গীর আলম’কে শিকলবাহা ইউনিয়ন পরিষদ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল, কিন্তু সে গত কালকে (১০ সেপ্টেম্বর) রাতের আঁধারে তার গুন্ডা বাহিনী পাঠিয়ে কার্যলয়ের তালা ভাঙ্গেন এবং আজকে ইউনিয়ন পরিষদে আসার ঘোষণা দিলে আমরা ছাত্র জনতা ও এলাকাবাসী মিলে সকাল ৭টা থেকে অবস্থান নিয়েছি তাকে প্রতিহত করার জন্য। কোন সন্ত্রাসী ফ্যাসিবাদের দোসরকে আমরা থাকতে দিবনা।

এ বিষয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত বলেন, ইউপি চেয়ারম্যান যদি পরিষদে আসতে না পারে সেক্ষেত্রে প্যানেল চেয়ারম্যান’কে নিয়োগ দেওয়া হবে, তবে সেটা সম্পূর্ণ জেলা প্রশাসকের এখতিয়ার, আমরা তাদের দাবি দাওয়াগুলো জেলা প্রশাসনে অবহিত করব।

বিএনএনিউজ/নাবিদ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ