25 C
আবহাওয়া
২:৪৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে শাশুড়ি হত্যার অভিযোগে জামাই গ্রেপ্তার

চট্টগ্রামে শাশুড়ি হত্যার অভিযোগে জামাই গ্রেপ্তার

চট্টগ্রামে শাশুড়ি হত্যার অভিযোগে জামাই গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় রুমা আক্তার ওরফে মঞ্জুরা বেগম (৫০) নামে এক নারীকে হত্যার অভিযোগে তার মেয়ের জামাই মো. আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সুপারিওয়ালা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিম কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার মৃত আলী জোহরের ছেলে। সে পেশায় দিনমজুর। তার স্ত্রী পারভীন আক্তার গার্মেন্টসে কাজ করেন বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, রুমা আক্তার কয়েকমাস আগে নগরের বন্দর থানা এলাকায় মেয়ের বাসায় ওঠেন। সেখানে মেয়ের জামাই আজিম তাকে প্রায় সময় বকাঝকা করতেন এবং নানা বিষয়ে হাতও তুলতেন। সবশেষ গত ১০ সেপ্টেম্বর দিনের কোনো এক সময়ে অভিযুক্ত আজিম তার শাশুড়িকে হত্যা করে মরদেহ বাসায় ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

আরও পড়ুন: ঢাকা ব্যাংকের ২০০ কোটি টাকা আত্মসাৎ, মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, গত রোববার সকালে পারভীন কর্মস্থলে যাওয়ার পর আজিম তার শাশুড়িকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। নিহত রুমা আক্তারের ছেলে মো. জুয়েল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার অভিযুক্ত আজিমকে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ