15 C
আবহাওয়া
১১:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » বঙ্গবন্ধু কাপের প্রথম ম্যাচে জয়ী কুবির পরিসংখ্যান

বঙ্গবন্ধু কাপের প্রথম ম্যাচে জয়ী কুবির পরিসংখ্যান


বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগ বনাম পরিসংখ্যান বিভাগের ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ চার বছর পর মাঠে গড়ালো বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩। এতে ট্রাইবেকারে ০-৩ গোলে বিজয়ী হয়েছে পরিসংখ্যান বিভাগ।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দুই দলের মধ্যে ২৫ মিনিট করে ৫০ মিনিট খেলা হয়েছে। কোন দলই গোল করতে না পারায় ১০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হয়। তবে অতিরিক্ত সময়েও কোন দলই গোল দিতে পারেনি। পরবর্তীতে খেলা ট্রাইবেকারে গেলে তিনটি শটের তিনটিই জালে জড়িয়েছে পরিসংখ্যান বিভাগ। অপরদিকে মার্কেটিং বিভাগ তিনটি শটের একটিও জালে জড়াতে পারেনি।

খেলা চলাকালীন সময়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন, চিকিৎসার দায়িত্বে নিয়োজিত ছিল মেডিক্যাল সেন্টারের সদস্যরা।

এর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলামের অংশ হিসেবে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাদের জন্য এই ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়েছে। এই টুর্নামেন্টে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা করছি। তোমরা সামনের দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বড় শিরোপা এনে দিবে।’

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল হক বলেন, ‘দীর্ঘ চার বছর পরে আমরা এই ফুটবল কাপ টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তাই আমরা আশা করবো এই ফুটবল কাপ টুর্নামেন্টটা সফলভাবে সম্পন্ন করার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।’

তিনি আরো বলেন, ‘আমরা এই প্রথম বারের মতো বুট দিয়ে খেলার আয়োজন করেছি। বিভাগ থেকেই এই খরচ বহন করছে। পাশাপাশি যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা আগামী ২৬ তারিখ ফাইনাল খেলার আয়োজন করবো।’

উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বিএনএ/আদনান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ